খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি বলেন, "পাহাড়ে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন প্রতিটি জোন থেকে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি আগামী দিনে হতদরিদ্রদের জন্য বৃহত্তর পরিসরে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও জানান।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, "পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত অসহায় মানুষের জন্য এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।"
শীতবস্ত্র পেয়ে স্থানীয় জনগণ আনন্দ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, "শীতের এই সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে পাওয়া শীতবস্ত্র আমাদের জন্য বড় সহায়তা।"
সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনী তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক আয়োজিত এ ধরনের মানবিক কর্মসূচি শুধু স্থানীয় জনসাধারণের সহায়তাই নয়, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।