আল্লুর নতুন নায়িকা কে এই অনসূয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ৩:৪২

শেয়ার করুনঃ
আল্লুর নতুন নায়িকা কে এই অনসূয়া

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র ব্যাপক সাফল্যের পর তার দ্বিতীয় কিস্তি নিয়ে বহুদিন থেকেই উত্তেজনা তুঙ্গে। এরইমধ্যে ছবিটির শুটিং শুউরু হয়েছে। নতুন খবর হলো, ‘পুষ্পা ২’-তে থাকছে নতুন নায়িকা। তিনি হলেন অনসূয়া ভরদ্বাজ। তবে নতুন নায়িকার আগমন ঘটলেও ছবিতে নায়িকা হিসেবে থাকছেন রাশমিকা মান্দানাও।

জানা গেছে, ‘পুষ্পা ২’ ছবিতে সামান্থার জায়গায় আসছেন অনসূয়া ভরদ্বাজ। তিনি দক্ষিণের অনেক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি উপস্থাপনাও করেন।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তাহলে কি আইটেম গানেই তাকে দেখা যাবে? এ প্রশ্নের উত্তর পরে জানা যাবে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

তবে শোনা যাচ্ছে, শুধু একটি গানে নয়, অনসূয়া অভিনয় করবেন আল্লু অর্জুন ও রাশমিকার পাশাপাশি। ইতিমধ্যে হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক অনুষ্ঠানে তার বর্তমান জীবনযাপন এবং ফিটনেস ধরে রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে অনেকে তার ফিগার ও ফিটনেসের রহস্য খুঁজে বেড়ায়, বাস্তবে তার দৈনন্দিন জীবন অনেক সহজ-স্বাভাবিক। “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি,” বলেন পরীমনি। অর্থাৎ কড়া ডায়েট প্ল্যান নয়, বরং স্বাভাবিক খাবার ও স্বাভাবিক চলাফেরাই তার দৈনন্দিন

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম এবং মানবিকতার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেরেশতে’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২ নভেম্বর থেকে এটি দেখা যাবে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’–তে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি, যা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমার গল্প গড়ে উঠেছে ঢাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জন্য সময়টা বেশ চাপের। প্রতারণা মামলা ও নানা জটিলতায় তাদের নাম উঠে এসেছে। তবুও মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ রাতের আয়ের দিক থেকে সাফল্যের এক নতুন নজির স্থাপন করেছে। সম্প্রতি লেখিকা ও সমাজসেবী শোভা দে জানিয়েছে, রেস্তোরাঁটি প্রতি রাতে প্রায় ২-৩ কোটি টাকা আয় করে। শোভা দে জানান, ‘প্রতি রাতে এক একজন অতিথি লাখ

মহাকাশেই হতে পারে বিয়ে আনা দে আরমাস'-টম ক্রুজের

মহাকাশেই হতে পারে বিয়ে আনা দে আরমাস'-টম ক্রুজের

হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবং কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের প্রেমের গুঞ্জন এখন এক নতুন মাত্রা পেতে যাচ্ছে। বয়সে ২৬ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও, ৬৩ বছরের টম আনাকে বিয়ে করতে পারেন বলে খবর ছড়িয়ে পড়েছে। হলিউডভিত্তিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, জুটি বিশেষভাবে মহাকাশে বিয়ে করার স্বপ্ন দেখছেন। যদিও তাদের বাগদান সম্পন্ন হয়নি এবং উভয়ই এখনও সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে

সমাজের অন্যায়ের বিরুদ্ধে পপির "ডাইরেক্ট অ্যাটাক"

সমাজের অন্যায়ের বিরুদ্ধে পপির "ডাইরেক্ট অ্যাটাক"

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। পরিচালক জানান, সিনেমাটি একাধিকবার মুক্তির পরিকল্পনা করা হলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল। এবার অবশ্য চূড়ান্তভাবে ১৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে