ব্রা-হীন মালাইকা, তুঙ্গে ভক্তকুলের পারদ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৭শে এপ্রিল ২০২২ ০৮:৪৭ অপরাহ্ন
ব্রা-হীন মালাইকা, তুঙ্গে ভক্তকুলের পারদ

মালাইকা অরোরা শরীর উন্মুক্ত করলে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ে। মুখ খুললে উষ্ণতা বাড়ে ‘চায় পে চর্চায়!’ ভরা গরমে আবহাওয়ার পারদ যখন ৪০ পেরিয়ে গিয়েছে, তখনই শরীর এবং মুখ দুই ক্ষেত্রেই অনর্গল অভিনেত্রী। দুর্ঘটনা ভুলে আবার মালাইকা চনমনে মেজাজে। তার আভাস পেয়েই উল্লসিত তাঁর অনুরাগীরাও।



বুধবার দুটো কাজ করেছেন তিনি। অনেক দিন পরে আয়নার সামনে সেজেগুজে সেলফি তুলেছেন। সেখানেই প্রথম চমক। সজ্জায় ব্রা-হীন তিনি। সিক্যুইনের ড্রেস যৌবন ধরে রাখতে ব্যর্থ। আয়নায় প্রতিফলিত উন্মুক্ত পেলব পিঠ। প্রখর সূর্যও যেন তাঁর জৌলুসের কাছে হার মেনেছে!