প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ২২:৩০
অমিত হাসান মোটাদাগে একটা আক্ষেপের নায়ক। তার কাছ থেকে পাওয়ার মতো অনেককিছু ছিল কিন্তু হয়নি। অভিনেতা হিশাবে তার সমসাময়িকদের থেকে পিছিয়ে থাকলেও অবস্থান ছিল। নায়ক হয়ে সাফল্য দেখিয়েছে।
প্রথমদিকের অমিত, মাঝের অমিত আর বর্তমান অমিতের মধ্যে তিন ধরনের বিবর্তন ঘটেছে-নায়ক অমিত, নিজের মূল্য না বোঝা অমিত,খলনায়ক অমিত তিন বিবর্তনে তার ক্যারিয়ার তিনটা মোড়ে বিভক্ত হয়ে এক দিক থেকে ভালো হয়েছে তাকে আলাদাভাবে চেনার সুযোগ হয়েছে।
সিনেমার নায়ক হিসাবেই বেশি পরিচিত অমিত হাসান। তবে গত কয়েক বছর ধরে খলনায়কের ভূমিকায়ও অভিনয় করছেন তিনি।
এবার তাকে দেখা যাবে পরিচালনায়। তবে সিনেমায় নাটক। খুব শিগগির একটি নাটক পরিচালনা করবেন বলে জানালেন তিনি। একইসঙ্গে তিনি অভিনয়ও করবেন।
অমিত হাসান বলেন, আমি এর আগে শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি।
‘পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে, তুই অন্য কারো হলে বুকটা কেন জ্বলে’-এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ও সংগীতায়োজন করেছেন আলী মুস্তাফা।
এদিকে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার হাতে এখন, 'সীমানা', 'ইয়েস ম্যাডাম', ' মাসুদ রানা' ও 'যন্ত্রনা'সহ বেশ কিছু ছবি আছে। তবে লকডাউনে অভিনেতা কোনো শুটিং করছেন না বলেও জানান।
#ইনিউজ৭১/জিয়া/২০২১