প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ৮:২৮
এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) ঘোষণার ছয় মাস পর ১ হাজার ৬৩৩টি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, এখন বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন করবেন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে বেতন-ভাতা পাবেন।
তবে এখন আদেশ জারি হলেও পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত বছরের ১ জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।
গত বছরে ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর বিশেষ বিবেচনায় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতন ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।