জবির বাংলা বিভাগের বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে জানুয়ারী ২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
জবির বাংলা বিভাগের বনভোজন অনুষ্ঠিত

শিক্ষা সফর মানেই আনন্দ উল্লাস,সকলের সাথে জীবনের কোলাহল ভুলে মেতে উঠা পুরো আনন্দে।শিক্ষাজীবনে পড়ালেখার পাশাপাশি নানান সময়ে নানা ধরনের আনন্দ বিনোদন এই শিক্ষা সফরের মাধ্যমেই লাভ করা যায়।

আজ ২৭ জানুয়ারি,(সোমবার)২০২০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কতৃক আয়োজন করা হয় শিক্ষা সফরের।এর জন্য পর্যটন স্থান ঠিক করা হয় স্যার জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স যেটি মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত।সকাল ৮.৩০ এর দিকে রওনা দেওয়া হয় এবং ১০.৩০ এর দিকে পৌছানোর পর সকালের নাস্তা করে শুরু হয় বিভিন্ন স্থান পরিদর্শন।তাছাড়া গান,আবৃতি,নাচ এবং পিঠা উৎসব সহ বিভিন্ন আনুষ্ঠানে বেশ ভালো সময় কাটে শিক্ষার্থীদের।উল্লেখ্য দুই শতাধিক শিক্ষার্থী সেখানে অংশগ্রহন করেন। বেশ কয়েক জন শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহন করেন।

শিক্ষাসফর নিয়ে মুনা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন,খুব ভালো লাগছে,অনেক আনন্দ করছি এবং নতুন অভিজ্ঞতা অর্জন করছি।জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে এই শিক্ষাসফর।

ফজলে রাব্বি নামের এক শিক্ষার্থী বলেন,পড়ালেখার বাহিরে নানান কিছু শেখার মাধ্যম এই শিক্ষাসফর।সকলকে একত্রে পেয়ে খুব ভালো লাগছে।আমরা আনন্দিত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব