রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘রিনিয়েবল এনার্জি, এনার্জি স্টোরিস অ্যান্ড পাওয়ার কোয়ালিটি” শীর্ষক আন্তঃর্জাতিক সিমপোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী ইন্সটিটিউট অব এনার্জি এন্ড এনভায়রোমেন্টাল স্টাডিজের (আইইইএস) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ান পাওয়ার কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি সেন্টার ওলংগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাসেম এম. মুত্তাকী, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রুয়েট উপ-উপাচার্য অধ্যাপক ইকবাল মতিন, বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ডীন যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন।
রুয়েট আইইইএস পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রুয়েট রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, অষ্ট্রেলিয়ান পাওয়ার কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি সেন্টার ওলংগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানী সুতান্ত, ড. রবিউল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।