ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে "সাহিত্যে ফিরে এসেছে, তবে ভিন্ন পোশাকে: বাংলাদেশের প্রেক্ষাপটে সাহিত্যের ব্যবহার" নিয়ে গবেষণা শীর্ষক শিরোনামে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের সেমিনার কক্ষে এ সেমিনারটির অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মোছাঃ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ। গবেষক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানা জাহান। সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।