রাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য চাকরী সুবিধা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৫শে মার্চ ২০১৯ ০৯:৩২ অপরাহ্ন
রাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য চাকরী সুবিধা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ও শহীদ পরিবারের সদস্যরা সন্তান ও নাতি-নাতনীদের জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি সুবিধা দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। গণহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তারা এ দাবি করেন।

এসময় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, কৃতজ্ঞ জাতি হিসেবে মুক্তিযোদ্ধাদের তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ স্বীকৃতি ও জীবনমানের উন্নয়ন করতে বদ্ধপরিকর। মুক্তিযোদ্ধাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়েও প্রশাসন থেকে যেসব চাকরী বিজ্ঞপ্তি দেয়া হয় সেগুলোতে মুক্তিযোদ্ধা সন্তানও নাতি নাতনীদের অগ্রাধিকার দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের পক্ষে আবুল কালাম আজাদ বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালভাবে জানে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে প্রশাসন থেকে যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয়া হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ জানতে পারবে। এছাড়াও যারা ভ‚য়া মুক্তিযোদ্ধা, তাদেরকে চিহ্নিত করার জন্য দাবি জানাই। মতবিনিময় সভায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব