রাবিতে বিশ্ব পানি দিবস বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২২শে মার্চ ২০১৯ ০৯:৩০ অপরাহ্ন
রাবিতে বিশ্ব পানি দিবস বিষয়ক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পানি দিবস বিষয়ক সেমিনার করেছে নবজাগরণ ফাউন্ডেশন। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেট ৭৩ নং অফিস এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী। এতে পানি সমস্যা, পানির প্রয়োজনীয়তা,সমাধান আলোচনা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সভাপতিত্বে নবজাগরণ ফাউন্ডেশনের এই সেমিনারে এসডিএস এর ষষ্ঠ লক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়। এ সময় তিনি বলেন, পানি ব্যবহারে সচেতনতাই পারে বৈশ্বিক পানি সংকট নিরসন করতে। প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২২ শে মার্চ ইউনেস্কো এই দিনটিকে পানি দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব