রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন উদ্যোগে নিরাপদ খাদ্য ও পানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে বারসিক’র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪৬ জন স্বেচ্ছাসেবী সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তরা বলেন, নিরাপদ খাদ্য ও পানি জীবনের জন্য অপরিহার্য। আমরা যদি সচেতন না হই, নিরাপদ প্রজন্ম সম্ভব নয়। নবজাগরণ ফাউন্ডেশন সময়ের সাথে তাদের কার্যক্রম বৃদ্ধি করে চলেছে। নিরাপদ খাদ্য ও পানি সম্পর্কে সবার সচেতনতা একান্ত জরুরি।
সেমিনারে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান ও বারসিকের কো-অর্ডিনেটর শহীদুল ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি কাজী রতন, সাংগঠনিক সম্পাদক আরিফ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।