প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৬
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আদালতে সহানুভূতিশীল রায় ও মানবিক আচরণের জন্য তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে।
ফক্স নিউজ জানায়, প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক ক্যাপ্রিও। মৃত্যুর মাত্র একদিন আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে প্রার্থনার অনুরোধ করেছিলেন।
১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দীর্ঘ বিচারিক জীবনে অসংখ্য মামলায় দয়া ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে মানুষের হৃদয়ে জায়গা করে নেন।
আদালতের ভেতরে-বাইরে তাঁর নম্রতা, হাস্যরস এবং সহানুভূতিশীল রায়ের কারণে লাখো মানুষ তাঁকে অনুসরণ করতেন। অনেকেই তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিচারক হিসেবে অভিহিত করেছেন।
ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা বাড়িয়ে দেয় ‘কট ইন প্রভিন্স’ নামের টেলিভিশন শো। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি এ অনুষ্ঠানে অংশ নেন এবং এটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
শো’টি এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয়েছিল। এর মাধ্যমে ক্যাপ্রিওর মানবিক দৃষ্টিভঙ্গি ও ন্যায়বিচারের অনন্য ধরন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁকে স্মরণ করছেন এবং তাঁর সহানুভূতিশীল বিচারিক জীবনকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরছেন।
বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জীবন ও কর্ম আদালত প্রাঙ্গণের বাইরেও মানবিকতার প্রতীক হয়ে থাকবে।