প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৬
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর একটি জাহাজ পরিদর্শনের সময় কিম এই মন্তব্য করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে যুদ্ধ উস্কে দেওয়ার স্পষ্ট প্রকাশ হিসেবে অভিহিত করেছেন।