প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৪৭
রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) আজ থেকে যাত্রা শুরু করছে ভর্তি পরীক্ষার মাধ্যমে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে সূচনা হবে এই প্রক্রিয়ার। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় ১১ হাজার ১৫০ শিক্ষার্থী চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পাবেন।