প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:৫৩
ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশের কাজও শেষ করা হবে।
আগামী ৩০ জুলাই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট থেকে, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২০ আগস্ট যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ২৫ আগস্ট দুপুর ১টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। এরপর নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।
হল সংসদের ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে। আর ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সিনেট সভাকক্ষে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। ওই নির্বাচনে দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর পুনর্জাগরণ ঘটেছিল। সেবার নুরুল হক নুর ভিপি, গোলাম রাব্বানী জিএস এবং সাদ্দাম হোসেন এজিএস নির্বাচিত হন।
এবারের নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা আশাবাদী, এক চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবেন তারা।