প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর দেশি-বিদেশি মহল আবারও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে শূন্য করার জন্য একটি নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ চালু করেছে। একান্ত সাক্ষাৎকারে তিনি ইউএনবিকে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা চলছে।
মির্জা আব্বাস আরও বলেন, কিছু রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনের সময় নিজেদের স্বার্থে এমন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিচ্ছে। তিনি উল্লেখ করেন, এই নতুন মাইনাস-টু ফর্মুলা ১/১১ সময়ের মাইনাস-টু ফর্মুলার মতোই, যা সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পূর্বে বাস্তবায়িত হয়েছিল। এখন একই মহল ভিন্ন আকারে চেষ্টা চালাচ্ছে, যাতে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল দেখানো যায়।
তিনি বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে বিএনপিকে ‘অবিশ্বস্ত’ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। পাশাপাশি প্রশাসনের ভেতরের আওয়ামীপন্থি ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর কিছু অংশও বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে।
মির্জা আব্বাস অভিযোগ করেন, যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা নতুনভাবে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। ১/১১ সময়ে এটি এক রূপে এসেছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন রূপে ‘মাইনাস-বিএনপি ফর্মুলা’ প্রয়োগ করা হচ্ছে।
তিনি সতর্ক করেন, শয়তান নানা ছদ্মবেশে আসে এবং একই দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরা নতুনভাবে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে।
মির্জা আব্বাস রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের স্বার্থ রক্ষা করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি মনে করেন, জনগণের বিশ্বাস ও ভোটাধিকার রক্ষা না হলে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের সুযোগ তৈরি হবে।
তিনি সবশেষে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নিরাপত্তা, সংবিধান ও জনগণের অধিকার রক্ষা করতে সজাগ থাকা এবং রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিরোধ করা সময়ের দাবি।