প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:৩০
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণ থেকে জানা গেছে, দেশে ৩৭৮টি কলেজে একজন শিক্ষার্থীও ভর্তির জন্য আবেদন করেনি। এ ছাড়া প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৭৬৫ জন।