ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষপাতদুষ্ট আহ্বায়ক কমিটি দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা কমিটি গত ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।  


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্র সংগঠনের সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলেন, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতাদের বাদ দিয়ে পক্ষপাতদুষ্টভাবে কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্র আন্দোলনের নীতিবিরোধী।  


বক্তারা জানান, ১৬ জুলাই থেকে যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত না করায় এই সংকট তৈরি হয়েছে। তারা এই সিদ্ধান্ত বাতিল করে প্রকৃত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।  


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা কমিটির প্রায় ৩০ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, পক্ষপাতমূলক কমিটি বাতিল না হলে তারা ভবিষ্যতে আন্দোলনের সঙ্গে থাকবেন না।  


এ সময় পক্ষপাতদুষ্ট কমিটি গঠনের জন্য কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদের ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।  


বক্তারা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ প্রয়োজন। তারা আশাবাদী, কেন্দ্র এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং নিরপেক্ষভাবে নতুন কমিটি গঠন করবে।  


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির জেলা সংগঠক ইয়াকুর রহমান শ্রাবণ, জেলা কমিটির সদস্য নয়ন মিয়া নাহিদ, আন্দোলনে আহত আব্দুর রহিম শেখ, ফাইজা তাসমিন ফিমু এবং আরও অনেকে।  


বক্তারা হুঁশিয়ারি দেন, নিরপেক্ষ কমিটি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা জানান, ছাত্রদের অধিকার রক্ষার জন্য বৈষম্যবিরোধী আন্দোলন চলবে এবং পক্ষপাতহীন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।