রাজবাড়ীর গোয়ালন্দে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর কোমলমতি ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে হাত পরিষ্কারক হিসাবে হ্যান্ড ওয়াস ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপকরণ বিতরণ কার্যক্রমে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক আরিফা বেগম, জামতলা দাখিল মাদ্রাসার সুপার মো. আবজাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মাসুদ মন্ডলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক মো. শিহাব উদ্দিন, দুলালী আক্তার চাঁদনি প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।