জবিতে নবীনদের বরণ করে নিলো বাংলা বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৩ অপরাহ্ন
জবিতে নবীনদের বরণ করে নিলো বাংলা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাংলা বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন হয়েছে রবিবার(০২ ফেব্রুয়ারী) বাংলা বিভাগের আয়োজনে বিভাগীয় সেমিনার কক্ষে সম্পন্ন হয় এ নবীনবরণ। নবীনবরণের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.পারভীন আক্তার জেমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, শুধু একাডেমিক বই পড়া, নাম্বার পাওয়ার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ থাকলে হবে না বাংলা বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট ও জ্ঞানী হতে হলে সাহিত্য পড়তে হবে।সাহিত্য পাঠে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্যের বহির্ভূত  দেশি সাহিত্যের  সঙ্গে আন্তজার্তিক সাহিত্যের সঙ্গে পরিচিত হতে হবে। সাহিত্যের মধ্যে রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছুরই অভিজ্ঞতা পাওয়া যায়। শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান, যাদুঘর, বিভিন্ন সেমিনার ও শিল্প প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, আর্থিক ও ব্যক্তিগত সমস্যার কারণে শিক্ষার্থীদের হতাশা থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সমস্যা সর্ম্পকে বিভাগীয় শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবহিত করতে হবে। আর্থিক কোনো সমস্যায় কারণে যাতে কারোর লেখাপড়া থেমে না যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ। কলা অনুষদের ডিন - অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস ছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষীকারা এতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব