রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০১৯’ শীর্ষক সম্মেলনটি যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে সমাপনী হবে আগামী বৃহস্পতিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ, প্রধান অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ইন্ডিয়া’র পরিচালক অধ্যাপক অনুপম বাসু, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, সম্মেলনের প্রধান হিসেবে ছিলেন গ্লোবাল ইংগেজমেন্ট সেন্টার (জিইসি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীমুর রহমান, সম্মেলন সেক্রেটারি ছিলেন যন্ত্রকৌশল বিভাগ অধ্যাপক মো. ইমদাদুল হক।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আর্ন্তজাতিক সম্মেলনে দেশী-বিদেশি বিভিন্ন গবেষক গবেষণাপত্র উপস্থাপন করবেন ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।