জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন (ইভিনিং) প্রোগ্রামে নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করতে প্রতিটি বিভাগের প্রতি অনুরোধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন প্রোগ্রাম-এ নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা হয়েছে।
তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।