আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন
আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা

আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে, সভাপতি জি.এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছহিল উদ্দিন, ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সরকারি অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস,এম আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, প্রধান শিক্ষক আবু সাদেক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমুখ।


স্মরণ সভায় প্রয়াত সাংবাদিকদের মধ্যে মাষ্টার একেএম এমদাদুল হক, ডাঃ আবুল বাসার, বাহাবুল হাসনাইন, রমেশ চন্দ্র বসাক, মামুনুর রশিদ, স,ম জালাল উদ্দীন এবং ডাঃ আশুতোষ রায় এর মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মরহুম সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওঃ ফেরদাউস হোসেন।


এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, শেখ আরাফাত হোসেন, বোরহান উদ্দিন বুলু, জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ভ্যানিশ, আল. আব্দুর রব, রাজনৈতিক ব্যক্তিত্ব মনজুরুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিলি করা হয়।