পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে কমিটি গঠন করলেও তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত ছাত্ররা। ফলে আবারও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে।
২৩ এপ্রিল বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত নতুন কমিটিকে তারা ভরসাযোগ্য মনে করছেন না। কারণ অতীতেও এমন অনেক কমিটি গঠিত হলেও শিক্ষার্থীদের দাবির বাস্তবায়ন ঘটেনি।
আন্দোলনকারী সংগঠন কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ জানান, সব শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে পূর্বঘোষিত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে এবং নতুন কর্মসূচির রূপরেখা তৈরিতে বৃহস্পতিবার ঢাকায় এক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন বলেও জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে আরও শিক্ষার্থীদের ঢাকায় চলে আসার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২২ এপ্রিল রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তখনই তারা জানিয়ে দিয়েছিল, যদি শিক্ষা মন্ত্রণালয় দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আবারও আন্দোলনে নামবেন তারা।
প্রসঙ্গত, পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এসব দাবির মধ্যে রয়েছে সেশনজট নিরসন, ইন্টার্নশিপ ভাতা, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, কারিগরি শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
এ দাবিগুলোর আলোকে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। এ কমিটিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন উপদেষ্টা ও একজন সদস্য অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষার্থীরা এ কমিটিকে নিরপেক্ষ ও ফলপ্রসূ মনে করছেন না।