প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫:২৬
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে। এবার গড় পাসের হার হয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩ দশমিক ০৪ শতাংশের তুলনায় অনেকটাই কম। শিক্ষা বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী বোর্ড সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে এবং বরিশাল বোর্ডে পাসের হার সবচেয়ে কম।
রাজশাহী বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা অন্যান্য বোর্ডগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যশোর বোর্ডে ৭৩ দশমিক ৬৯, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭, সিলেটে ৬৮ দশমিক ৫৭ এবং ঢাকায় ৬৭ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এদিকে দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০ এবং ময়মনসিংহে ৫৮ দশমিক ২২ শতাংশ। তবে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে বরিশাল বোর্ডে, যেখানে পাসের হার মাত্র ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
চলতি বছর ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে। এ বছর নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
২০২৪ সালের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এক লাখ কম। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এবারের ফল প্রস্তুত হয়েছে 'বাস্তব মূল্যায়ন' নীতির ভিত্তিতে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশার চেয়ে কম ফল পেয়েছে বলে অভিযোগ করছে।
শিক্ষাবিদদের মতে, ফলাফলের এই বড় ধরনের পতনের পেছনে রয়েছে পাঠদানে ঘাটতি, অনিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম, অনলাইন শিক্ষার দুর্বলতা ও ছাত্রছাত্রীদের প্রস্তুতির অভাব।
এদিকে অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই সন্তুষ্ট ফলাফলে, আবার কেউ কেউ ফলাফলকে বিতর্কিত বলেও আখ্যা দিয়েছেন।
পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারছে। এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাচ্ছে নির্ধারিত পদ্ধতিতে।