শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৩:১৯ অপরাহ্ন
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  


রোববার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় অটোরিকশাটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।  


শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তিনজন নারী ও দুজন পুরুষ প্রাণ হারান। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।  


প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। অটোরিকশাটি মহাসড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এটিকে চাপা দেয়। ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে, আর আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন।  


ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।  


দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়া স্থানীয়রা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্বের ওপর জোর দেন।  


এ ঘটনায় শেরপুরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।