চেক জালিয়াতির মামলায় ইবি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০১৯ ০৯:৩৭ অপরাহ্ন
চেক জালিয়াতির মামলায় ইবি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চেক জালিয়াতি মামলায়  অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হাওয়ায় এক শাখা কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডিত ওই কর্মকর্তার নাম আব্দুল হালিম। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসের শাখা কর্মকর্তা। 

জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন তাঁর নিজ বাড়ি আমতলা থেকে চেক জালিয়াতি মামলায় তাকে গ্রেফতার করে শৈলকূপা থানা পুলিশ। তার মামলা নং এসসি-৪১১/১৮, মহেশপুর ২৭০/১৮। পরে ৫ ডিসেম্বর ঝিনাইদহ আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এনআই এক্ট এর ১৩৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। পরে একই দিনে তাকে ঝিনাইদহ কারাগারে চালান করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)  এস এম আব্দুল লতিফ ইনিউজ একাত্তরকে বলেন, আব্দুল হালিম কলা অনুষদের ডিন অফিসে শাখা কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা করেছে কোর্ট। এ মর্মে কোর্ট এবং শৈলকূপা থানার একটি আদেশের কপি কলা অনুষদের ডিন আমাদের কাছে প্রেরণ করেছেন। একই সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণও করেছে। তাঁর এ অপরাধের সত্যতা আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী কেউ কোন ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে কারাদন্ড এবং অর্থ দন্ড প্রাপ্ত হলে তাকে বিশ্ববিদ্যালয় স্থায়ী বা অস্থায়ী যে কোনটি সময়ের জন্য বহিষ্কার হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব