ইবিতে ডিবেটিং সোসাইটির আয়োজনে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৯:১০ অপরাহ্ন
ইবিতে ডিবেটিং সোসাইটির আয়োজনে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস) কর্তৃক আয়োজিত 'পেশা ভিত্তিক আঞ্চলিক বিতর্ক' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যদের অংশগ্রহণে আজকের বিতর্কের বিষয় ছিলো "আমার জেলায় আমার পেশায় আমিই সেরা এই বাংলায়।" ঘুষখোর সরকারি কর্মকর্তার চরিত্রে বিতর্ক করেন নোয়াখালী অঞ্চলের পিয়াস, রাঁধুনীর চরিত্রে রংপুর অঞ্চলের সাজেদা আক্তার জলি, আম ব্যবসায়ীর চরিত্রে চাপাইনবয়াবগঞ্জ অঞ্চলের মাহদী হাসান, হাজি বিরিয়ানির দোকানী চরিত্রে পুরান ঢাকার নিলা, ডিজে ঘটক বগুড়া অঞ্চলের সোহান সাদিক, বরিশালের লঞ্চের সুপারভাইজার চরিত্রে রাসেল মুরাদ, পেয়াজ ব্যবসায়ী চট্টগ্রামের রায়হান, টিকটক সুন্দরী হিসেবে বিতর্ক করেন কুষ্টিয়ার বিন্দু।

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদাত হোসেন নিশানের সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা, সদস্য রাফসান বুলবুল, খালিদ হাসান, সাফিউল্লাহ বাহাদুর, সাদিয়া আফরিন খান, রুমি নোমান, মাসুম আলভী। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাছুমা আক্তার মৌ, রায়হান বাদশা রিপন, আব্দুল মুমিন, তারিক সাইমুম, সোহান, আশিকুর রহমান, শাহরিয়ার, মুন্নাসহ প্রমুখ বিতার্কিকবৃন্দ এবং দর্শক সারিতে উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী। বিতর্কিকরা তাদের নিজ বৈশিষ্টে ভাষার প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্ব স্ব অঞ্চলের আঞ্চলিক ভাষায় বিতর্ক করেন। বিতর্ক শেষে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।

বিতর্ক অনুষ্ঠান শেষে ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদাত হোসেন নিশান বলেন, বিজয়ের মাস এ জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের অংশগ্রহণে 'পেশা ভিত্তিক আঞ্চলিক বিতর্ক' বিজয় উল্লাসে এ ব্যতিক্রমী বিতর্কের আয়োজন কর হয়েছে। বিতার্কিকরা উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের পড়ন্ত বিকালে খুব ভালো একটি মূহুর্ত উপহার দিতে পেরেছে বলে আমি মনে করি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব