
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ২:৩৫

উচ্চশিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে ভালো ফল অর্জনকারীদের ২৮ থেকে সাড়ে ৩৪ শতাংশই বেকার। যারা চাকরি পান তাদের ৭৫ শতাংশের বেতন ৪০ হাজার টাকার কম। এমনই হতাশাজনক চিত্র উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণায়। বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদের নেতৃত্বে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। সেখানে উচ্চশিক্ষিত মেধাবীদের চাকরি, বেতন ও বেকারত্ব নিয়ে এই চিত্র উঠে এসেছে।

স্নাতকে প্রথম শ্রেণি পাওয়া ২৪ দশমিক ৫৯ শতাংশ ৪০ হাজার টাকার বেশি বেতন পান। আর ৭০ শতাংশের বেতন ১০ থেকে ৪০ হাজার টাকা। ৫ শতাংশ মাস শেষে ১০ হাজার টাকাও পান না। এছাড়া স্নাতক পর্যায়ে সিজিপিএ সাড়ে ৩ শতাংশ পাওয়াদের ৩৯ শতাংশের বেতন ৪০ হাজার টাকার বেশি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব