রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ২০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন
রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ২০ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লিটারেচার, হিস্ট্রি, কালচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের অধিকর্তা ও ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপাচার্য এম আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর ড. হাসান সেহাত। কনফারেন্সে প্রধান বক্তা বাংলাদেশের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের অধ্যাপক ব্রুশ ইগহাম, ভারতের অধ্যাপক সাউগাতা ভাদুরী ও ড. কাজী শফিউর রহমান।

কলা অনুষদের অধিকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবন, ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুম, ড. মো. শহিদুল্লাহ একাডেমিক ভবনের ১৪৯, ১৫০, ২০৩, ২০৪ নাম্বার রুমে মোট ছয়টি ভ্যেনুতে একই সাথে ছয়টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি সেশনে একজন করে সেশন চেয়ার থাকবেন। প্রতিটি সেশনে ৬/৭টি প্রবন্ধ পাঠ করা হবে।

ইসলামের ইতিহাস বিভাগের সভাপতি আরও বলেন, কনফারেন্সের বিষয় নির্ধারণ করা হয়েছে সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি। বাংলা, ইংরেজী, আরবী, ফারসি এই চারটি ভাষায় প্রবন্ধ আহ্বান করা হয়েছিল। সম্মেলনে বিভিন্ন দেশের ৭০জন গবেষক ও শিক্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশ, ভারত, ইরান, ব্রিটেন, মালয়েশিয়া, তুরস্ক, মিসর, জর্ডান, রুমানিয়ার শিক্ষক ও গবেষকগণ কনফারেন্সে অংশগ্রহণের জন্য প্রবন্ধ জমা দেন। নির্ধারিত সময়ের মধ্যে  প্রায় চার শতাধিক প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনের এডিটোরিয়াল বোর্ডের সদস্যগণ যাচাই বাছাই শেষে ১২৭ টি প্রবন্ধ মনোনিত করেছেন। প্রবন্ধ পাঠ ছাড়া বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক, কলা অনুষদভুক্ত বিভাগের অনার্স পার্ট-৪ ও মাস্টার্স শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী কনফারেন্সে অংশগ্রহণ করবে। ২১ ডিসেম্বর (শনিবার) ডিনস্ কমপ্লেক্স ভবনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবারের সম্মেলন সমাপ্ত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম, ইতিহাস বিভাগের সভাপতি মর্ত্তুজা খালেদ, নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান, উর্দু বিভাগের সভাপতি মো. নাসির উদ্দিন, সংস্কৃত বিভাগের সভাপতি ড. জুয়েলী বিশ্বাস, আরবী বিভাগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব