আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজধানীর ধানমন্ডি এলাকার ঢাকা সিটি কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রয়েছে। 'অসংগত কারণে' বছরের শেষাংশে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরাও। তারা অভিযোগ করেছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে চেপে ধরতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


গত অক্টোবর মাসের ২৮ তারিখে কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। তাদের মূল দাবির মধ্যে ছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগ। শিক্ষার্থীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নানা স্বেচ্ছাচারিতায় লিপ্ত, অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতিষ্ঠানে নানা অনিয়ম চালিয়ে আসছেন। এর ফলস্বরূপ, শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন শুরু করেন।


কলেজ কর্তৃপক্ষ আন্দোলন ঠেকাতে প্রথমে তিন দফার নোটিশ দেয় এবং 'অবিশ্বাস্য কারণে' একের পর এক ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখে। শিক্ষার্থীরা জানান, বছরের শেষাংশে এই ধরনের বন্ধে তাদের শিক্ষাজীবন চরম সংকটে পড়েছে। অনলাইনে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাদের সেশনজটের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। 


কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ যেন আরও বেড়ে যায়, সে কারণে তারা সরাসরি আলোচনা করতে গেলে বেশ কিছু শিক্ষকও তাদের সঙ্গে একমত হয়ে বলেন, "অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যদি পদত্যাগ না করেন, তবে আমরা সবাই একযোগে পদত্যাগ করব।" 


এছাড়াও, আন্দোলনের সময় শিক্ষার্থীরা দাবি জানান, তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হোক। তবে, এ অবস্থায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যা কলেজের সুষ্ঠু চলাচল ও শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। 


এদিকে, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কারণে ১০ হাজারের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে আশ্বাস আশা করছেন, যাতে তাদের পড়াশোনার ক্ষতি না হয় এবং সেশনজটের কবলে না পড়ে।