চাকরি স্থায়ীকরণের দাবিতে মৌন মিছিল ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দৈনিক মজুরী ভিত্তিতে বেতনপ্রাপ্ত মাস্টাররোল কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদ ব্যানারে এই মিছিল বের হয়।
এদিকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে কর্মচারীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
কর্মচারীরা অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি ছিলো। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এসময় প্রক্টর এসে কর্মসূচিতে বাধা দেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, অভিযোগটি সত্য নয়। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে প্রশাসন ভবনের সামনে অবস্থান না নিয়ে যেন তারা অন্য কোনো জায়গাতে অবস্থান নেন। এছাড়া তারা প্রধান ফটকের সামনে মাইক নিয়ে কথা বলছিলো। এতে প্রশাসনিক কার্যক্রমে সমস্যা হচ্ছিল। তাই তাদের অন্য জায়গায় গিয়ে অবস্থান নিতে বলা হয়েছে।
কর্মচারীদের দাবি, তাদের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকলেও বিমাতাসূলভ আচরণ করছে প্রশাসন। রাজনৈতিক প্রভাব, তদবিরের কারণে এবং প্রশাসনের সদিচ্ছার অভাবে বিশ্ববিদ্যালয়ে দুই যুগের বেশি সময় ধরে কর্মরত প্রায় ২৮০ জন মাস্টাররোল কর্মচারির চাকরি স্থায়ী হচ্ছেনা।
মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, আমরা ১৯৯৬ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা দক্ষতার সাথে কাজ করে আসছি। এই দীর্ঘ সময়ে চাকরির পর প্রায় সবাই অন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সের যোগ্যতাও হারিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবন দুঃর্ষহ হয়ে উঠেছে। ভিটে-মাটি হারিয়ে ঋণগ্রস্থ হয়েছেন অনেকেই। কিন্তু আমাদের চাকরি স্থায়ী হয়নি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এসে আন্দোলনকারীরা আধা ঘন্টার মত অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় প্রায় ১০০জন কর্মচারী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দৈনিক মজুরীর ভিত্তিতে ২৮০ জন কর্মচারী চাকরিরত রয়েছেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার চাকরি স্থায়ীকরণের দাবি জানালেও বিষয়টির নিয়ে কোন সুরাহা হচ্ছে না।
প্রসঙ্গত, চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এছাড়া প্রশাসন ও ইউজিসি বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।