ইবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপকের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অন্যত্রে ক্লাস নেয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ইবির আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ক্লাস নিচ্ছেন এবং ক্লাস রুটিনেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে এমন অভিযোগ উঠায় বিষয়টি খতিয়ে দেখার জন্য উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী এ তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু কে আহ্বায়ক করে এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মেহের আলী, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত করে যথাশীঘ্রই প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।