প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ২:৫৭
এবারের এস এস সি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে সলংগার কৃতি সন্তান সাবির আস সাজিদ। সে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের মেধাবী ছাত্র। ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
জানা গেছে, সাবির আস্ সাজিদ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এবারের (২০২৩) এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ছেলেদের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে। ১২৭৮ নম্বর পেয়ে মেধাতালিকায় থাকা সাবির আস্ সাজিদ অতীতের সব পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
সে সলংগার মোস্তফা প্রি- ক্যাডেট স্কুল থেকে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায়ও এ প্লাস এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। জে এস সি তে তার ফলাফল সন্তোষ জনক।
সাবির আস সাজিদ সিরাজগঞ্জের সলংগা থানার সাতকুর্শী গ্রামের আব্দুস সামাদ বিএসসি এবং সাবিনা ইয়াসমিনের ছেলে।
উল্লেখ্য সাবিরের দাদা সেকান্দার আলী এলাকার একজন বিশিষ্ট আলেমে দ্বীন। সাবিরের বাবা আব্দুস সামাদ ও মাতা সাবিনা ইয়াসমিন সলংগা ফাজিল ডিগ্রী মাদরাসার সহকারি শিক্ষক।
সাবির বর্তমানে ঢাকার নটরডেম কলেজে এইচ এস সিতে ভর্তি হয়েছে।সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সাবির সকলের নিকট দোয়া প্রার্থী।