প্রকাশ: ৪ মে ২০২৫, ২০:২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। রোববার (৪ মে) দুপুরে ক্যাম্পাসে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মুচলেকা দেয়, তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে।