প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছে একদল শিক্ষার্থী। আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেছেন। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন না। আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন যে, প্রশাসন যদি তাদের দাবির ব্যাপারে কোনো অগ্রগতি না দেখায়, তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।