প্রকাশ: ৫ মে ২০২৫, ২০:১০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের একদফা দাবিতে সোমবার (৫ মে) আড়াই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভে অংশ নেয়।