ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: সোমবার ১৩ই মার্চ ২০২৩ ০৪:৪৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা'- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।


এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


পরে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সহকারি শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন ।