
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ২২:১৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন। এ সময় রাস্তায় বসে তারা উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছাত্রদের অবস্থানের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব