রাবিতে মূকাভিনয়ম ‘স্মৃতিতে-৭১’ প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে মার্চ ২০১৯ ০৯:১৫ অপরাহ্ন
রাবিতে মূকাভিনয়ম ‘স্মৃতিতে-৭১’ প্রদর্শিত

বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধ বিষয়ক মূকভিনয়ম ‘স্মৃতিতে-৭১’ প্রদর্শিত হয়েছে। বাঙ্গালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী ‘সংস্কৃতায়ন’ এর আয়োজনে  বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমে  অনুষ্ঠানটি প্রদর্শিত হয়েছে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক এই মূকভিনয়ে অভিনয় করেন নাটকটির পরিকল্পনা নির্দেশক ও রাবির নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের  অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. আমিরুজ্জামান ও কৌশিক সরকার।

‘সংস্কৃতায়ন’র আয়োজনে এই মূকঅভিনয়ের শুরুতে কবিতা আবৃত্তি হয়। পরে লাঠি নাট্য এবং সর্বশেষ অনুষ্ঠানের মূল আয়োজন ‘স্মৃতিতে-৭১’ পরিবেশিত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব