ঝালকাঠির নলছিটিতে প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।
কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের অবঃ যুগ্মসচিব এমএম সুলতানা মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদার, একাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন ও কলেজের দাতা সদস্য দিলরুবা মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুন্নিছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন ফরাজি, ইউপি সদস্য আলী আকবার মিয়া, কলেজের ম্যানেজমেন্ট প্রভাষক শাহানাজ পারভীন, ই-বিজনেস প্রভাষক আবুল কালাম, বাংলা প্রভাষক আঃ কাদির, হিসাব বিজ্ঞান প্রভাষক আঃ রহমান, কম্পিউটার প্রদর্শক মাছুমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজটির ইংরেজিতে প্রভাষক মোঃ আমির হোসেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী, মানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।