প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৪৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় সন্দেহভাজন আসামি যুবলীগ নেতা পাভেল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) মধ্যরাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে পাভেলকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।