বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজ্ঞানে সত্যেন বোসের অসামান্য অবদান” শীর্ষক ডকুমেন্টারি ফিল্ম প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সমিতি ও সায়েন্স ক্লাব এর যৌথ উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভারতের ফিল্ম সেন্সর বোর্ডের সাবেক জুরি মেম্বার ও ডকুমেন্টারি ফিল্ম ডিরেক্টর শিলা দত্ত।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দসহ পদার্থবিজ্ঞান ছাত্র কল্যান সমিতি ও বরিশাল বিশ^বিদ্যালয় সায়েন্স ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজ্ঞান শাস্ত্রে সত্যেন্দনাথ বোসের অসামান্য অবদান নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।