
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৮
কুমিল্লা জেলার চাটখিল উপজেলাধীন মানিকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল ফেরদৌস। ঢাকার সাভারের গাজীর চট হাজী মতিউর রহমান বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২০ এসএসসি পরীক্ষার্থী। গৃহিনী মা ও কৃষক বাবার একমাত্র সন্তান জান্নাতুল। জান্নাত ছোট বেলায় সাভারের নবীনগরে বসবাস রত অবস্থায় বাড়ীর ছাদে থাকা ইলেকট্রিক তারে জরিয়ে দুই হাতের কবজি হারিয়েছে। হাতের কবজি হারিয়ে সে তার অদম্য প্রচেষ্টায় এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পরীক্ষা দিচ্ছে।
জান্নাত এর মা জানায় তার মেয়ের পড়াশোনার প্রবল আগ্রাহ। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ খুবই কষ্ট সাধ্য। জান্নাতুল এর মা দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন। যোগাযোগ: জান্নাত এর মা 01726274818
