জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক রাশেদা আখতার বলেন, আগামী ১১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা সুবিধা মতো অনলাইন ও সশরীরে ক্লাস করতে পারবে।
এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করা হয়। এ সুপারিশের আলোকে এদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় হল খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।