জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে এ কর্ণার উদ্বোধন করা হয়।
এসময় মেয়র লিটন বলেন, ‘রুয়েটের উদ্যোগে গ্রন্থাগারে নির্মিত কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধুকে জানার জন্য, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটকে জানার জন্য এবং পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ সবকিছুই জনগণকে, শিক্ষক-শিক্ষার্থীদেরকে ও যারা আসবেন তাদেরকে অবগত করার জন্য এ মহতী উদ্দ্যোগ বঙ্গবন্ধু কর্ণার। আগামীতে এই কর্ণার আরো বড় আকার ধারণ করবে এবং অনেক তথ্য সমৃদ্ধ বই-পুস্তিকা, ম্যাগাজিন এখানে আসবে।
রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছরে নতুন নতুন অনেক স্থাপনা হলেও একটা শূন্যতা বিরাজ করেছিলো। সেই শূন্যতার জায়গা থেকেই এই কর্ণারের আবির্ভাব। এই কর্ণারের মাধ্যমে দর্শক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং তার কৃতিত্ব সম্পর্কে জানতে পারবে। এবং দেশের জন্য তিনি যে ত্যাগ করেছেন তা জেনে সকলকে অনুপ্রাণিত করবে। এসময় রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল রুয়েট অফিসার্স সমিতির দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপন কমিটি গঠন করেন। ওই কমিটি রিপোর্ট পেশ করলে কর্ণারটি স্থাপনের কাজ শুরু হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।