কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সময়নিষ্ঠা বাড়াতে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ক্যাডা) মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্প ‘মাকসুদা আজিজ বৃত্তি' পরীক্ষার আয়োজন করে। শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক ও সমমানের স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী সহ প্রায় এক হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
আয়োজকরা জানিয়েছেন, বৃত্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ দেওয়া হবে। এবছর মাকসুদা আজিজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্পের পক্ষ থেকে ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোকবর্তিকা, আলোর-দিশারী আন্ধারীঝাড়, গ্রীন ভয়েস, উত্তরণ ছাত্র কল্যাণ সংস্থা, তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা, বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় মোটিভেট ভূরুঙ্গামারী বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন করে।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি'র প্রতিষ্ঠাতা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মো. মতিয়ার রহমান মুরাদ, সদস্য সচিব মিমতাউল ইসলাম মাহিন ও হল সুপার মো. সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার মাহফুজ ইসলাম কিরণ, শামীম সরোয়ার ও মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের সময় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। শিক্ষার্থীদের সময়নিষ্ঠা সম্পর্কে উদ্বুদ্ধ করতে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।