জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী রিয়াদের বাবা দূরারারোগ্য চড়ংংরনষু সধষরমহধহপু বা লিভার ক্যান্সারে আক্রান্ত। তাই হতদরিদ্র বাবা কে বাচাঁতে মানবিক সহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ।
ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা পত্র থেকে জানা যায়, রিয়াদের বাবা লিভার ক্যান্সারে আক্রান্ত। তার বাবার চিকিৎসা করার জন্য প্রায় ১০ লাখা টাকার প্রয়োজন। যা তাদের পরিবারের পক্ষে ব্যয় করা যথারীতি অসম্ভব। এদিকে টিউশনী আর একটি রেস্টুরেন্টে কাজ করেই চলছিল রিয়াদের পড়াশোনা এরই মধ্যে তার বাবার ক্যান্সার ধরা পরে। বাড়িতে যা কিছু ছিল তার প্রায় সবই বিক্রি করে এতোদিন চিকিৎসার ব্যয় বহন করা হয়েছে।
এবিষয়ে রিয়াদ বলেন, আমার ইচ্ছা ছিলো পড়াশোনা শেষে ভালো চাকরি নিয়ে হাল ধরব পরিবারের। সেভাবেই এগুচ্ছোলো জীবন। কিন্তু সাজানো গোছানো জীবনে কালবৈশাখীর ঝড় নিয়ে আসলো পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার ক্যান্সারের খবর। জবির ইতাহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াদের পরিবার থাকে নীলফামারী জেলার ডিমলা উপজলায়।
বর্তমানে রিয়াদের বাবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা খরচ এত টাকা বহনের কূলকিনারা না পেয়ে বাবাবে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ ও ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট ০১৭৯১৮২২৬২৮।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।