প্রকাশ: ৩ জুন ২০২৫, ১২:৩৩
চলতি বছরের ডিসেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু হবে জাতীয় গ্রিডে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার রাতে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা জানান, রূপপুর প্রকল্পের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, বিদ্যুৎ আমদানির দিকেও নজর দিচ্ছে সরকার। ইতোমধ্যে নেপালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার আওতায় ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে গ্রীষ্মকালে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে। এই উদ্যোগ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।
অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতোমধ্যে হওয়া সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
চুক্তিগুলোর আর্থিক কাঠামো ও ট্যারিফ পুনর্নির্ধারণে আরেকটি পৃথক কমিটি কাজ করছে বলে তিনি জানান। বিদ্যুৎ খাতের ব্যয় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ লাইন ও সাবস্টেশন ভূগর্ভস্থ করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এতে করে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস ও নিরবিচারে বিদ্যুৎ সরবরাহে সহায়তা মিলবে।
এছাড়াও তিনি আশ্বাস দেন, সরকার আগামীতেও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। রূপপুরসহ অন্যান্য প্রকল্পের সাফল্যই ভবিষ্যতের জন্য পথনির্দেশক হবে বলে তিনি মত দেন।