রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে অবস্থিত একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
জানা গেছে, আগুন লাগা ভবনটিতে বসবাসরত ফ্যামিলি বাসা ও নিচতলায় কয়েকটি দোকান রয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।